বিয়েটা ডট কমের ইউজারদের থেকে সবচাইতে কমন প্রশ্ন- “বিয়েটা সার্ভিস সম্পর্কে জানতে চাই”
যারা বিয়ের জন্য আগ্রহী তারাই শুধু বিয়েটাতে রেজিস্ট্রেশন করবেন। তবে আপনি চাইলে আপনার ভাই এর জন্য, বোনের জন্য, সন্তানের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
বিয়েটা ডট কম এই সাইটে প্রবেশ করে “রেজিস্ট্রেশন করুন” এ ক্লিক করবেন। অথবা বিয়েটা মোবাইল এপ ডাউনলোড করেও রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন এর জন্য একটি বৈধ ই-মেইল আইডি থাকতে হবে। কারন রেজিস্ট্রেশনের পর সব ধরনের তথ্য আপনি এই মেইল আইডিতে পাবেন। রেজিস্ট্রেশন এর সময় নিজের পছন্দ এবং বায়ো-ডাটার উল্লেখ করবেন। কমেন্টস বক্সে নিজের পছন্দের কথা বা বিশেষ কিছু জানানোর থাকলে জানাবেন।
রেজিস্ট্রেশন এর নিয়ম- কিভাবে বিয়েটা-তে রেজিস্ট্রেশন করব | Biyeta
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে বিয়েটা’র সাপোর্ট টিম আপনাকে ফোন দিবে। আপনার প্রোফাইল চেক করে আপনার সাথে কথা বলে প্রয়োজনে আপডেট করবে। সন্দেহজনক প্রোফাইল বাতিল করা হয়।
রেজিস্ট্রেশন এর সাথে সাথে নিজের পছন্দের সাথে মিল রেখে পাত্র/ পাত্রীর বায়ো-ডাটা দেখতে পারবেন। আপনার প্রোফাইল দেখে পছন্দ হলে আপনাকে অনুরোধ পাঠাবে। আপনিও তাকে পছন্দ করলে, অনুরোধটি গ্রহণ করবেন। পছন্দ না হলে অনুরোধটি বাতিল বা cancel করে দিবেন।
একইভাবে আপনারও যদি কাউকে পছন্দ হয় তাহলে প্ল্যান কিনবেন। তারপর অনুরোধ পাঠাবেন। প্রথম অনুরোধ অর্থাৎ বায়ো-ডাটা দেখার অনুরোধ যদি সে গ্রহণ করে তবে তার সম্পূর্ণ বায়োডাটা দেখতে পাবেন। পছন্দ হলে এবার তার সাথে যোগাযোগের জন্য অনুরোধ পাঠাবেন। সে যোগাযোগের অনুরোধ গ্রহণ করলে একে-অপরের ফোন নাম্বার ও ঠিকানা, ইমেইল এড্রেস ইত্যাদি পাবেন। কথা বলবেন, দেখা করবেন। পরস্পরের ও পরিবারের পছন্দ হলে বিয়ে করবেন।
বিয়েটাতে আপনার সম্পূর্ণ প্রোফাইল আপনার অনুমতি ছাড়া কেউ দেখতে পারবে না। আপনার ছবি দেখার ক্ষেত্রেও প্রাইভেসি দিয়ে রাখতে পারবেন। আপনি অনুরোধ গ্রহণ না করা পর্যন্ত কেউ আপনার বায়োডাটা/যোগাযোগের তথ্য পাবে না।
বিয়েটা ডট কমে প্ল্যান কেনা ব্যতিত বিয়ের পরে কোন পেমেন্ট করতে হয়না।
বিকাশ বা ক্রেডিট কার্ড দিয়ে প্ল্যান কেনা যায়ঃ বিয়েটা তে কার্ড এর মাধ্যমে কিভাবে পেমেন্ট পরিশোধ করবেন
বিস্তারিত- How to Send Contact Request on Biyeta?
বিয়েটা সার্ভিসঃ বিয়েটা সার্ভিস | Biyeta Service | biyeta.com
বিয়েটার হেল্পলাইন আপনাকে সকল বিষয়ে হেল্প করবে। প্ল্যান কিনে অনুরোধ পাঠানোর পরে অপেক্ষা করবেন। যদি কারো সাথে আপনার পক্ষ হয়ে কথা বলার প্রয়োজন হয়, হেল্পলাইন থেকে আপনার পক্ষে কথা বলবে। তাই নিজের সমস্যাটি হেল্পলাইনে জানাতে দ্বিধা করবেননা।