সম্পর্কে বন্ধুত্বের প্রয়োজনীয়তা

আমরা জানি মানুষ সামাজিক জীব। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের বিভিন্ন লোকের সাথে পরিচয় হয়। কেউ থাকে ক্ষণিক সময়ের জন্য, কেউবা হয়ে যায় আমাদের জীবনের এক অপরিহার্য ব্যক্তি। এই অপরিহার্য ব্যক্তিরাই হচ্ছে বন্ধু। এদের ছাড়া জীবনটা একদম নিরামিষ হয়ে যায়। বন্ধু এমনি একজন মানুষ যে কখনও আমাদের সমালোচনা করে না। আমদেরকে বুঝার চেষ্টা করে, আমরা কোন দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি সেটা বুঝার চেষ্টা করে, আমাদের কোন কিছু খারাপ লাগলে তা সরাসরি মুখের উপর বলে দেয়। আসল বন্ধুত্ব এরকমই হয়ে থাকে। তাদের সাথে পারিবারিক কথা থেকে শুরু করে যেকোনো কথা বিনা দ্বিধায় বলা যায়।

বন্ধু

এরকম স্বচ্ছ মানসিকতা সব ধরনের সম্পর্কেই প্রয়োজন, বিশেষ করে দাম্পত্য জীবনে। বর্তমানে এরকম অনেক দৃশ্য দেখা যায় যেখানে দম্পতি তাদের জীবনসঙ্গীকে সেই জায়গাটুকু দেয় না যাতে সে নির্দ্বিধায়, নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে কথা বলতে পারে। আমরা যদি একটি গবেষণা চালাই যে কেন এখন ডিভোর্সের হার এত বেড়ে যাচ্ছে তাহলে দেখতে পাব যে ডিভোর্সের প্রধান কারণগুলোর অন্যতম হল- তাদের মধ্যে কোন স্বচ্ছতা থাকে না অর্থাৎ অনেক কিছু গোপন করে থাকে। এটা হয়ে থাকে শুধুমাত্র বন্ধুত্বের জায়গাটুকু না দেয়ার কারণে। আমাদের সবসময় চেষ্টা করা উচিত যাতে আমাদের সাথে কথা বলতে কারও ১০০ বার চিন্তা করা না লাগে। এই জায়গাটুকু যদি আপনার স্বামী বা স্ত্রীকে দিতে পারেন তাহলে দেখবেন আপনার দাম্পত্য জীবনের প্রায় অর্ধেক সমস্যাই সমাধান হয়ে গিয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।