আমাদের সুখের পথচলা শুরু

পেশায় আমি একজন ইঞ্জিনিয়ার। বাড়ির সবাই বলল বিয়ের বয়স নাকি পার হয়ে যাচ্ছে। বাড়ির লোকজন, অফিসের কলিগ, বন্ধুরা সবাই খুব জ্বালাতন শুরু করে দিয়েছিল। কিছু দিন পর আর তোর জন্য বউ খুঁজে পাওয়া যাবে না, এতো বুড়োকে কে বিয়ে করবে? আরও এমন অনেক কথা শুনতে হচ্ছে প্রতিটা দিন। খুব অস্বস্তি লাগে আমার। কিন্তু মনের মত তো কাউকে পাচ্ছি না খুঁজে। আত্মীয়-স্বজন, বন্ধুরা — সবাই মোটামুটি কিছু পাত্রী দেখালো।

শেষ পর্যন্ত আমার এক বন্ধু, নাম তার পিয়াল। সে বিয়ে করল মাত্র কিছুদিন হল। অনলাইন সাইট বিয়েটা ডট কম থেকে সে তার প্রিয়জনকে খুঁজে নিয়েছে। আমাকেও এক প্রকার জোর করেই প্রোফাইল তৈরি করে দিল। আমি সেটা ব্যবহার করে দেখলাম খুব ভাল রেসপন্স পাচ্ছি। খুব ভাল লাগলো এটা ভেবে যে, বাংলাদেশেও এখন প্রযুক্তি এতটা উন্নত হয়েছে।

আমিও সফল হলাম আমার লাইফ পার্টনার খুঁজে নিতে। তবে পরিচয়ের পর কিছুদিন আমরা পরস্পরকে চেনা জানার জন্য সময় নেই।  আমার আর আমার সহধর্মিণী পাপিয়ার জন্য আপনারা দোয়া করবেন।

বিয়েটা টিমের পক্ষ থেকে শুভকামনা আরিফ ও পাপিয়াকে। আপনাদের সুখী দাম্পত্য জীবন প্রত্যাশা করছি।  

 

Share on

2 thoughts on “আমাদের সুখের পথচলা শুরু

  1. কিভাবে আমার ভাই যিনি বুয়েট এর ইঞ্জিনিয়ার তার জন্য একজন পাত্রি খুজব?

    1. আপু আপনি আমাদের বিয়েটা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশ্ন করুন।
      ওয়েবসাইটঃ https://www.biyeta.com
      হেল্পলাইনঃ ০১৭৫৫৬৯০০০০(WhatsApp)/ 01730332503

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.