বিয়েটাতে দিন দিন ইউজারদের সংখ্যা বাড়ছে। যারফলে ইউজারদের চাহিদার এবং সহজে যাতে সবাই বিয়ে করতে পারে বিশেষ করে বিয়েটার গোল্ড এবং প্ল্যাটিনাম পেইড ইউজারদের জন্য কিছু সুবিধা বাড়ান হয়েছে।
যেমন পূর্বে গোল্ড ইউইজাররা ইচ্ছেমত বায়ো-ডাটা দেখার অনুরোধ পাঠাতে পারতো এবং যারা বায়ো-ডাটা দেখার অনুরোধ গ্রহণ করতো তাদের মধ্যে যোগাযোগের অনুরোধ পাঠাতে পারতো ৬০ জনকে, সময় ছিল ৬ মাস। বর্তমানেও সময় ৬ মাস, তবে ৬০ জনের পরিবর্তে এখন ৮০ জনকে যোগাযোগের অনুরোধ পাঠাতে পারবে। যারফলে আরো বেশি মানুষের সাথে কথা বলার সুযোগ আসবে।
প্ল্যাটিনাম প্ল্যানে পূর্বে ৯ মাস সময়, বায়ো-ডাটা দেখার অনুরোধ ইচ্ছেমত এবং ১০০ জনের সাথে যোগাযোগের অনুরোধ পাঠানোর সুযোগ ছিল। বর্তমানেও ৯ মাস সময়, ইচ্ছেমত প্রথম অনুরোধ ও ১০০ জনের পরিবর্তে ১৫০ জনকে যোগাযোগের অনুরোধ পাঠাতে পারবেন।
এছাড়া বিয়েটাতে প্ল্যাটিনাম প্ল্যান আপগ্রেড করলে অনলাইনের পাশাপাশি অফলাইনেও হেল্প করা হয়। অর্থাৎ আপনার যাদেরকে পছন্দ/ যাদেরকে অনুরোধ পাঠাচ্ছেন তাদেরকে বিয়েটার এডমিন থেকেও সরাসরি কল করে রিমাইন্ড করে দেওয়া হবে, যাতে আপনার প্রফাইল যাচাই করে পছন্দ হলে যেন অনুরোধ গ্রহণ করে। পাশাপাশি বিয়েটার এডমিন থেকে সার্চ দিয়ে বা বিয়েটাতে থাকা সিভি চেক করে পছন্দের সাথে ম্যাচ হয় এমন বায়ো-ডাটা হোয়াটস এপ বা বিয়েটার এডমিন থেকে বা মেইল করে পাঠান হবে।
যাদেরকে পছন্দ হবে তাদের সাথে আলাপ করে উভয় পক্ষকে বায়ো-ডাটা দেওয়ার পরে পরস্পরে কথা বলানোর ব্যবস্থা করা হয়ে থাকে বিয়েটার প্ল্যাটিনাম ইউজারদের জন্য।
আপনি বিয়ের ব্যাপারে সিরিয়াস হলে অযথা সময় ও অর্থ নষ্ট না করে প্ল্যাটিনাম ইউজার হন, বিয়েটার সরাসরি হেল্প নিন, পছন্দ বিস্তারিত বলুন, যাদেরকে পছন্দ দ্রুত অনুরোধ পাঠান শুরু করুন।
আপনি যদি ৯ মাস সময় এবং ১৫০ জন পাত্র/পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন, গুরুত্ব দেন, সবর করেন, নিজের প্রতি আত্ববিশ্বাস রেখে পরিশ্রম করেন, ইনশাআল্লাহ বিয়ে আপনার নিশ্চিত।
কারণ, মহান আল্লাহ কারো চেষ্টাকে বৃথা যেতে দেননা।
প্ল্যাটিনাম বা গোল্ড ইউজার হন, বিশাল এই সুযোগ কাজে লাগান। জীবনটা আপনার, আপনাকেই সাজাতে হবে। একসময় হাতে প্রচুর টাকা, সম্পদ থাকবে কিন্তু সম্পদ কার পিছনে ব্যয় হবে সেটা পাবেননা অর্থাৎ স্ত্রী- স্বামী না থাকলে সেই টাকা অন্যরা খাবে। নিজের সন্তান না থাকলে অন্যের সন্তানেরা সেই সম্পদ উপভোগ করবে যা বর্তমানে আপনি অনেক কষ্ট করে কামাই করছেন।
বিয়ে করুন, নিজেকে ভালবাসুন। নিজের জন্য সময় ও অর্থ বিনিয়োগ করুন। জীবনটা আপনার, আপনাকেই সাজাতে হবে।