বাংলাদেশ থেকে বহু মানুষ বিভিন্ন উদ্দেশ্যে বিদেশে অবস্থান করছেন। কেউ পেশাগত কারণে, কেউ পড়াশুনার জন্য, কেউ স্থায়ীভাবে বসবাসের জন্য এভাবে বহু কারণে বাংলাদেশের মানুষ দুনিয়ার বিভিন্ন দেশে বাস করেন।
যারা প্রবাসে অর্থাৎ বাংলাদেশে জম্ম নিয়েও বিদেশে অবস্থা করেন এদের মধ্যে সবচাইতে বেশি বসবাস করেন সৌদি আরব। এরপরে মধ্যেপ্রাচ্যের অন্যান্য দেশে। এছাড়া ইউএসএ, ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের মানুষ বসবাস করেন।
বিভিন্ন দেশে বসবাস করলেও প্রায় সবারই মন পড়ে থাকে নিজের দেশে। বাংলাদেশে, বাঙ্গালী মেয়ে-ছেলেক বিয়ে করতে চান বেশির ভাগ প্রবাসি বাঙ্গালী।
বিদেশে থাকা অবস্থায় দেশে পাত্র পাত্রীর সন্ধান কিভাবে পাবেন সেই সমাধান রয়েছে বিয়েটাতে।
আপনি যে দেশেই থাকুন না কেন বিয়েটা ডট কমে সহজেই রেজিস্ট্রেশন করে বিয়ে করতে পারবেন।
www.biyeta.com এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এর সময় ইমেইল আইডি ও মোবাইল নাম্বার লাগবে। মোবাইলে একটি কোড যাবে সেটি বসিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নিজের পছন্দ ও বায়ো-ডাটা দিতে হবে।
রেজিস্ট্রেশন এর নিয়ম জানতেঃ https://www.youtube.com/watch?v=KAKCoBtJrns
রেজিস্ট্রেশন শেষ হলেই পাত্র/ পাত্রীর বায়ো-ডাটা দেখা যাবে। পছন্দমত পেলেই প্ল্যান কিনে অনুরোধ পাঠান শুরু করতে হবে, অপরপক্ষ অনুরোধ গ্রহণ করলেই যোগাযোগের অনুরোধ পাঠাতে হবে। যোগাযোগের অনুরোধ গ্রহণ করলে মোবাইল নাম্বার পাওয়া যাবে, পূর্ণ ঠিকানা, মেসেজ অপশন পাওয়া যায়।
প্ল্যান আপগ্রেড করার নিয়মঃ বিকাশের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে । বিকাশের মাধ্যমে প্ল্যান কিনতে হলে যেকোন পারসোনাল বিকাশ থেকে “পেমেন্ট” করতে হবে। পেমেন্ট করার পরে বিকাশের ট্রানসিকশন আইডি “আপগ্রেড করুন” এ ক্লিক করে বসিয়ে দিতে হবে। আপগ্রেড করা হলে অনুরোধ পাঠান শুরু করা যাবে।
বিকাশের মাধ্যমে আপগ্রেড করার নিয়মঃ https://www.youtube.com/watch?v=xpKWOKvHuPs
বাংলাদশে থেকে বহু পাত্র/পাত্রী এই পর্যন্ত তাদের পছন্দের মানুষকে খুঁজে পেয়েছে বিয়েটার মাধ্যমে।
বিয়েটাতে দেশের বাইরে থেকে যারা বিয়ের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে-
ইউকে থেকে ৭৫ জন, ইউএসএ থেকে ৯৮ জন, অস্ট্রেলিয়া থেকে ৭০ জন, জার্মানী থেকে ৪৮ জন, ইতালি থেকে ৭৫ জন, আয়ারল্যান্ড থেকে ৫ জন, ফিনল্যান্ড থেকে ১৫ জন, পোল্যান্ড থেকে ৪ জন, কলম্বিয়া থেকে ২ জন, ক্রোয়েশিয়া থেকে ২ জন, বেলজিয়াম থেকে ৭ জন, বুলগেরিয়া থেকে ১ জন, ব্রাজিল থেকে ৪ জন, চীন থেকে ১০ জন, সাইপ্রস থেকে ৩ জন, ডেনামার্ক থেকে ৫ জন, মিশর থেকে ৭ জন, ফ্রান্স থেকে ২৭ জন, গ্রীস থেকে ৯ জন, হাংগেরী থেকে ২ জন, হংকং থেকে ১ জন, ইন্ডিয়া থেকে ২৮০ জন, ইরাক থেকে ১ জন, ইন্দোনেশিয়া থেকে ১ জন, জাপান থেকে ২২ জন, কুয়েত থেকে ৪৩ জন, কোরিয়া থেকে ৩ জন, কেনিয়া থেকে ১ জন, লিবিয়া থেকে ৪ জন, মালেশিয়া থেকে ২৪৭ জন, মরিশাস থেকে ৩ জন, মালদ্বীপ থেকে ২০ জন, নরওয়ে থেকে ৫ জন, নিউজিল্যান্ড থেকে ২ জন, নেদারল্যান্ড থেকে ৭ জন, ওমান থেকে ৮১ জন, পাকিস্থান থেকে ১ জন, কাতার ১২৭ জন, রোমানিয়া থেকে ২ জন, রাশিয়া থেকে ৯ জন, সুইডেন থেকে ১৬ জন, সাউথ আফ্রিকা থেকে ১৬ জন, স্পেন থেকে ৭ জন, সৌদি আরব থেকে ৩৩৬ জন, সুইজারল্যান্ড থেকে ২ জন, থাইল্যান্ড থেকে ১ জন এভাবে ৭০ টি দেশের উপর থেকে বিয়েটাতে বিয়ের জন্য রেজিস্ট্রেশন করে এখনও পাত্র/পাত্রী খুঁজছেন।
বর্তমানে কাতার থেকে, ইউএসএ থেকে, ইউকে থেকে বাংলাদেশের পাত্র/পাত্রীদের সাথে বিয়েটাতে রেজিস্ট্রেশন করে একে-অপরের সাথে যোগাযোগ করছেন এরকম অনেকে উদাহরণ রয়েছে। যেমন, বরিশাল থেকে এক আপু বিয়েটাতে রেজিস্ট্রেশন করেছেন, তিনি মাছনাতে আগ্রহী। উনাকে ইউকে থেকে অনুরোধ পাঠিয়েছে এক পাত্র। কথাবার্তা চলছে। উভয়ের পছন্দ হলে বিয়ে হয়ে যাবে। এরকম বহু পাত্র/পাত্রী খুব সহজে প্রবাসে বসেই বিয়েটার মাধ্যেম বিয়ের জন্য চেষ্টা করছেন।
আপনি যদি প্রবাসে থাকেন এখনই চেস্টা শুরু করতে পারেন। বিয়েটার হেল্পলাইনে কল করে সরাসরি হেল্প নিতে পারেন।
হেল্পলাইনঃ 01755690000
ধন্যবাদ