বিধবা মেয়ে  ও তালাকপ্রাপ্ত মেয়ে সন্তানসহ ও সন্তান ছাড়া বিয়ে কেন করা উচিৎ 

বিধবা মেয়ে  ও তালাকপ্রাপ্ত মেয়ে সন্তানসহ ও সন্তান ছাড়া বিয়ে কেন করা উচিৎ 

খাদিজা (রাঃ) বিধবা হয়েও অবিবাহিত আমাদের প্রিয় রাছুল হজরত মুহাম্মদ (সাঃ) কে বিয়ে করেছিলেন।

আমাদের রাছুল (সাঃ) সন্তানসহ উম্মে ছালামা (রাঃ) কে বিয়ে করেছিলেন।

একমাত্র আয়েশা (রাঃ) ছাড়া রাছুলুল্লাহ (সাঃ) এর সকল স্ত্রীর পূর্বে বিয়ে হয়েছিল।

তাই বিধবা, তালাকপ্রাপ্ত সন্তানসহ বা সন্তান ছাড়া মেয়েদেরকে বিয়ে করুন, মহান আল্লাহ আপনাকে শান্তি সম্মান দান করবেন।

বিয়ে নিয়ে প্রচুর হতাশা। হতাশার কারণ বেশি প্রত্যাশা আর সমাজ কি মনে করবে? বন্ধুরা, বান্ধবীরা, আত্বীয় স্বজনেরা কি মনে করবে। কিন্তু তেমন কেউ ঘনিষ্ঠ শুভাকাংক্ষী ছাড়া আপনাকে বিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসবেনা।

ইনশাআল্লাহ বিয়েটা ডট কম আপনার পাশে আছে। আপনি সবর করুন, চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ একদিন আপনার মনের আশা পূরণ হবে।

 

বিয়েটা ডট কম খুবই অল্প টাকা নিয়ে থাকে একে-অপরের যোগাযোগের জন্য। প্ল্যাটিনাম ইউজাররা অনলাইনের পাশাপাশি অফলাইন সার্ভিস পায় মাত্র ৭৯৯৫ টাকায় ৯ মাস ব্যাপী। আপনার যাকে পছন্দ হবে তাঁর সাথে যোগাযোগ করা, আপনার পছন্দনুযায়ী প্রোফাইল খুঁজে বের করা এবং আপনাকে জানান। আপনার পছন্দ না হলে বাদ, আর পছন্দ হলে আবার অপর পক্ষের সাথে যোগাযোগ করা ইত্যাদি কাজ প্ল্যাটিনাম ইউজারদের জন্য করা হয় যাকে অফলাইন সার্ভিস বলে, যার মূল্য ৭৯৯৫ টাকা। আর বিয়ের পরে কিছুই দিতে হয়না, কোন শর্ত নেই, ইচ্ছে অর্থাৎ আপনি যদি খুশি হয়ে কিছু দিতে চান সেটা ভিন্ন কথা। 

সিলভার প্ল্যান মাত্র ২০০০ টাকা, ২ মাস মেয়াদ। প্রথম অনুরোধ ইচ্ছেমত পাঠান যায়। যারা প্রথম অনুরোধ অর্থাৎ পুরো বায়ো-ডাটা দেখার অনুরোধ গ্রহণ করবে তাদেরকে যোগাযোগের অনুরোধ পাঠাবেন ২৫ জনকে অর্থাৎ ২৫ জনের নাম্বার পাবেন ইনশাআল্লাহ।

একইভাবে গোল্ড প্ল্যান ৪৯৯৫ টাকা, ৬ মাস মেয়াদ, ৬০ জনকে যোগাযোগের অনুরোধ পাঠাতে পারবেন।

বিয়েটার প্ল্যাটিনাম প্ল্যান (৭৯৯৫) নিলে আমরা অনলাইনের পাশাপাশি অফলাইন সার্ভিস দেই। যারা প্ল্যাটিনাম ইউজার তাদের জন্য পাত্র/পাত্রী খোঁজ করার কাজে আমরা সর্বাত্বক সহযোগিতা করার চেষ্টা করি। তাদের জন্য তাদের চাহিদামত পাত্র/পাত্রী খুঁজে দেওয়ার চেষ্টা করি, প্রয়োজনে ফেসবুকে পোস্ট, ইউটিউবে ভিডিও বানিয়েও হেল্প করা হয়।

 

বিয়ে করুন, নিজেকে ভালবাসুন। নিজের জন্য সময় ও অর্থ বিনিয়োগ করুন। তানাহলে আপনার সম্পদ একদিন অন্যরা ভোগ করবে, আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন। কারণ মা-বাবা, ভাই বোন সবাই একদিন পাশে থেকে সরে যাবে-এটাই নিয়ম। স্বামী- সন্তান না থাকলে সব থাকার পরেও নিজেকে হতাশ মনে হবে।

তাই হতাশা দূর করতে বিয়েতে রাজি হন, হোক না সে তালাকপ্রাপ্ত বা বিধবা। যদি তাঁর সন্তান থাকে তাতে কি রাছুলুল্লাহ (সাঃ) নিজেও সন্তানসহ উম্মে ছালামা (রাঃ) কে বিয়ে করেছিলেন। আয়েশা (রাঃ) অল্ল বয়সী এবং অবিবাহিত হয়েও রাছুলুল্লাহ (সাঃ) এর মতন বয়স্ক, বিবাহিত মানুষকে বিয়ে করছিলেন।

শুধু রাছুলুলাহ (সাঃ) নন ইসলামের ২য় সম্মানিত ব্যাক্তি আবু বকর (রাঃ), হজরত ওমর (রাঃ) সহ প্রায় সকল সাহাবা(রাঃ) দের জীবনে এরকম বিয়ের ঘটনা রয়েছে।

 

হতাশা দূর করতে হলে আশা কমাতে হবে। যারা অল্পতে সন্তুষ্ট থাকে তারা কখনও ধ্বংস হয়না।

 

ধন্যবাদ

শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.