বিয়েটা ইউজার কিভাবে যোগাযোগ করবেন পাত্র অথবা পাত্রী পক্ষের সাথে

আমাদের ইউজারদের অনেকের মনে এমন প্রশ্ন রয়ে গেছে , কিভাবে পছন্দের পাত্র অথবা পাত্রীর সাথে যোগাযোগ করা যাবে। আর তাই সকলের সুবিধার জন্য যোগাযোগের সম্পূর্ণ প্রক্রিয়া জানানো হল-

যদি কোন পাত্র অথবা পাত্রীর বায়োডাটা  আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি তাকে বায়োডাটা   দেখার অনুরোধ পাঠাতে পারবেন।

সেই পাত্র অথবা পাত্রী যদি আপনার অনুরোধ  গ্রহণ করে এবং তার সম্পূর্ণ বায়োডাটা  দেখে আপনার পছন্দ হয়, তখন তাকে আপনি যোগাযোগের অনুরোধ পাঠাবেন।

 

যোগাযোগের অনুরোধ  পাঠানোর নিয়ম

যোগাযোগের অনুরোধ পাঠানোর জন্য আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে।

কমপক্ষে ১০০০ টাকা পেমেন্ট করতে হবে।  প্রতি যোগাযোগের অনুরোধে ১০০ টাকা কেটে নেয়া হবে। 

যদি যোগাযোগের অনুরোধ পাত্র অথবা পাত্রীপক্ষ গ্রহণ না করে তবে ৭ দিনের মধ্যে টাকা ফেরত আসবে। 

 

নিজ অ্যাকাউন্টে ব্যালেন্স  লোড করার মাধ্যম

অনলাইনে যেকোনো ব্যাংকের কার্ডের মাধ্যমে

বিকাশ এর মাধ্যমে

শেয়ার করুন

2 thoughts on “বিয়েটা ইউজার কিভাবে যোগাযোগ করবেন পাত্র অথবা পাত্রী পক্ষের সাথে

  1. যারা দেশের বাহিরে থাকে তারা কিভাবে টাকা পে করবে ? আমি একজন বাংলাদেশী হয়ে বলতে লজ্জা হয় যে, বাংলাদেশের মানুষকে তো বি্শ্বাস করা যায় না, তো কাহারো বায়োডাটা যে ১০০% সঠিক তা কিভাবে বুঝতে পারবো ? আমি একটা ছেলে চাইতেছি, যে নাকি বুয়েট থেকে মাএ পাশ করেছে, অধবা সরকারী মেডিকেল থেকে পাশ কেরেছে কিন্ত বয়স ২৭ থেকে ২৯ এর মধ্যে। এমন ছেলে কি আপনাদের এইখানে পাওয়া যাবে ? বুয়েট থেকে পাশ করা অনেক ছেলের প্রস্তাব আমি পেয়েছি কিন্ত ছেলে ইসলামিক না, তাই আর হয় নাই। আমি চাই ছেলে এবং তার পরিবার হবে খুবই ইসলামিক। শেষ কথা হলো, আপনারা যে সঠিক করে সারভিস দিচ্ছেন তা কতটা সঠিক ! আমার কথায় কিছু মনে করবেন না।

    1. ধন্যবাদ Runa আপনার কমেন্ট এর জন্য। বিয়েটাতে আমাদের মূল কাজটি হল পাত্র-পাত্রী যাতে সহজে ঘরে বসেই তার পছন্দ অনুযায়ী পাত্রী-পাত্র দেখতে পারেন তার ব্যবস্থা করা। আমরা একটি প্ল্যাটফর্ম, যেটা ব্যবহার করে আপনারা পাত্রপাত্রী দেখতে পারবেন। আপনি লগইন করে আপনার পছন্দ অনুযায়ী পাত্র খুঁজতে পারবেন। দেশের বাইরে কেউ ক্রেডিট কার্ড এর মাধ্যমে পে করতে পারবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.